Ad T1

সিদ্ধিরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৬: ৫৯
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিঃ এ ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী পায়েল (৩২)'কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার দুপুরে র‌্যাব-১১'র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. জহিরের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলাও রয়েছে।
এর আগে শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিঃ নামক প্রতিষ্ঠানে ৫০/৬০ জন অজ্ঞাত দুষ্কৃতকারী প্রবেশ করে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের মারধর করে একটি কক্ষে আটক রেখে আনুমানিক ৩ কোটি ৩৪ লক্ষ ৩১ হাজার নয়শ পঞ্চাশ টাকার মালামাল লুট করে ট্রাকযোগে পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে ৩০ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৪৯) দায়ের করেন।

বিষয়:

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত