জেলা প্রতিনিধি, কুমিল্লা
ইনসেপ্টার ঔষধের গায়ে নোভার্টিসের লেভেল ১২ এপ্রিল শুক্রবার এই শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুমিল্লা মুন হাসপাতালে অবৈধভাবে অধিক মূল্যের ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগে হাসপাতালটির কনসালটেশন বিভাগের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
রোববার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিক সমূহের) পরিচালক ডাক্তার আবু হোসেন মোঃ মইনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটি কুমিল্লা জেলা সিভিল সার্জন বরাবরে প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডাক্তার মোহাম্মদ আশরাফুল মতিন (সাগর) এর চিকিৎসা ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীকে ইনজেকশন অ্যাকলাস্টা (প্রস্তুতকারী প্রতিষ্ঠান-নোভার্টিস, সুইজারল্যান্ড) প্রদান করার কথা বলা হয় এবং যার বাজার মূল্য ৩৪,৫০০ টাকা বলে দাবি করা হয়।
কিন্তু জালিয়াতির আশ্রয় নিয়ে ইনজেকশন অ্যাকলাস্টা পরিবর্তন করে জোলেনিক (প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা বাংলাদেশ) যার বাজার মূল্য ৬০০০ টাকা প্রদান করার অভিযোগ পাওয়া যায়।
পরবর্তীতে এ বিষয়ে ডাক্তার মোহাম্মদ আশরাফুল মতিন (সাগর) এর একটি স্বাক্ষর বিহীন প্রতিবাদ লিপি প্রচার হয়। এই অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না।
এমত অবস্থায় আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত প্রতিবেদক স্বাস্থ্য অধিদপ্তর বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মুন হাসপাতাল লিমিটেড, কুমিল্লা এর কনসালটেশন সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে।
তবে হাসপাতালের আন্তঃবিভাগ ও ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম চালু থাকবে। বিষয়টি সিভিল সার্জন কুমিল্লা তত্ত্বাবধায়ন করবেন। এই আদেশ অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জনের সাথে যোগাযোগের চেষ্টা করে সরকারি মোবাইল নম্বরে একাধিক কল দিয়েও পাওয়া যায়নি।
ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ দৈনিক আমার দেশ কে বলেন, তদন্ত চলাকালীন ৭ দিন কুমিল্লা মুন হাসপাতালের কনসালটেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
চট্টগ্রামের সন্দ্বীপে ১২ দশমিক ৩৪০ কিঃ মিঃ বেড়ীবাঁধ পুনর্বাসন ঢাল সংরক্ষণের কাজ শুরু হয়েছিল গত কয়েক মাস আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জামান ব্রাদার্স। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরুর কথা ছিল।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। কারাবাস এবং শারীরিক আঘাতের মধ্যেও তিনি দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান দলের নেতাকর্মীরা।
২০ মিনিট আগেজুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই মেয়ে লামিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
৩০ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার দুর্নীতির খবর প্রকাশের কারণে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হামলা-মামলার শিকার হয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
১ ঘণ্টা আগে