Ad T1

সিদ্ধিরগঞ্জ ইপিজেডে হামলার ঘটনায় মামলা

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৮: ৩৪
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে দুইটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছেন আদমজী ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার। রোববার ভোরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম।
আদমজী ইপিজেডে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে মামলায়। ৪৫ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে কারখানা বন্ধ রেখে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে কয়েকশ লোক ইপিজেড এলাকায় প্রবেশ করে ইউনেস্কো বিডি লিঃ ও অনন্ত হুয়াজিং নামে দুইটি পোশাক কারখানায় ভাঙচুর চালায়। ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী ৪৫ জনকে গ্রেপ্তার করে।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, ইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের আদালতে তোলা হবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত