Ad T1

পটিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪: ০৮
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৯

চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের পটিয়া কুসুমপুরা এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস পিছন থেকে একটি মিনি বাসকে ধাক্কা দিলে মিনি বাসটি সড়কের পাশে দাঁড়ানো দুই পথচারীকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে।

রোববার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ যাত্রী নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর পুত্র মো. ভোলা (৫০) ও একই এলাকার সাবু (৬০) দুর্ঘটনাস্থলেই নিহত হয়। এতে বাসের অপর চার যাত্রী আহত হয়।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত