বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে দাখিল পরীক্ষার্থী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ ক্যাডারের বিরুদ্ধে। অভিযুক্তের নাম ওমর কাজী। তিনি হাসাননগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই। এর আগে শুক্রবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ ঘরে পড়াশোনা করছিল ওই তরুণী। একপর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাত ১১টার দিকে শৌচাগারের কাছাকাছি যেতেই তাকে অপহরণ করে ছাত্রলীগ ক্যাডার ওমর কাজী। তিনি গামছা দিয়ে মেয়েটির মুখ-হাত বেঁধে বাড়ির পাশেই নির্জন স্থানে নিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এদিকে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। তারা আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি করে আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করতে পারলেও অভিযুক্তকে ধরতে পারেননি।
বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর ভাই থানায় মামলা করেছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ওমর কাজীকে খুঁজছে পুলিশ। তিনি ঘটনার পর থেকেই পলাতক।
দুর্নীতির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকা অর্জনের অভিযোগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও তার স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
১ ঘণ্টা আগেসাভারে স্ত্রীকে হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ উদ্ধার করতে বলেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
২ ঘণ্টা আগেতিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে