Ad T1

তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ ক্যাডারের নামে মামলা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২৩: ৫০
ভোলার বোরহানউদ্দিনে দাখিল পরীক্ষার্থী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ ক্যাডারের বিরুদ্ধে। অভিযুক্তের নাম ওমর কাজী। তিনি হাসাননগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই। এর আগে শুক্রবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ ঘরে পড়াশোনা করছিল ওই তরুণী। একপর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাত ১১টার দিকে শৌচাগারের কাছাকাছি যেতেই তাকে অপহরণ করে ছাত্রলীগ ক্যাডার ওমর কাজী। তিনি গামছা দিয়ে মেয়েটির মুখ-হাত বেঁধে বাড়ির পাশেই নির্জন স্থানে নিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এদিকে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। তারা আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি করে আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করতে পারলেও অভিযুক্তকে ধরতে পারেননি।
বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর ভাই থানায় মামলা করেছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ওমর কাজীকে খুঁজছে পুলিশ। তিনি ঘটনার পর থেকেই পলাতক।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত