উপজেলা প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা পৌরসভায় সরকারি কলেজের পূর্ব পাশে আগুনে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকালে নাসিরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা ও সেনাবাহিনীর একটি টিম আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত অসিম মিয়ার ফলের দোকান, মিরাজের মুদি ও মনোহরী, গোপালের সেলুন, আবুল কালাম আকনের ডলফিন বাস কাউন্টার, ইলিয়াস হোসেনের স্টেশনারি, নাসির উদ্দিনের ভাতের হোটেল, মুজিবর রহমানের স্টেশনারি, মনির হোসেনের স্টেশনারি ও খলিল মিয়ার চায়ের দোকান।
ঘর মালিক মাসুদুর রহমান বলেন, শুক্রবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যায়। পরে সকালে রাস্তায় মানুষ আগুন আগুন বলে চিৎকার শুনে আমরা ছুটে আসি। আমাদের ডাক-চিৎকার শুনে পাশেই অবস্থানরত সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা ছুটে আসে। তারাও জনগণের সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের টিম ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরেক ঘর মালিক মেহেদী হাসান শাওন বলেন, গলাচিপা ফায়ার সার্ভিসের আগের যে নম্বর ছিল তা বন্ধ পাওয়ায় ট্রিপল নাইনে কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। নম্বর সবার জানা থাকলে হয়ত এতো ক্ষয়ক্ষতি হতো না।
এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, সারাদেশেই মোবাইল নম্বর পরিবর্তন করা হয়েছে। নতুন নম্বর আমরা সবাইকে জানিয়ে দিবো।
দুর্নীতির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকা অর্জনের অভিযোগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও তার স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
১ ঘণ্টা আগেসাভারে স্ত্রীকে হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ উদ্ধার করতে বলেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
২ ঘণ্টা আগেতিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে