Ad T1

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৫: ২৩
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) চতুর্থ দিবস নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১.৩০টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন, পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। পরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম আলোচনা সভায় বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়ন ও অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা, সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির লক্ষে প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবী বদলানোর একমাত্র হাতিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি। তাই আমাদের প্রধান উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো মানুষ তৈরি করা।
আলোচনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন ও পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. মুনিরুজ্জামান নাসিম আলী বক্তব্য রাখেন।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত