জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) চতুর্থ দিবস নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১.৩০টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন, পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। পরে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহর ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম আলোচনা সভায় বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়ন ও অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা, সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির লক্ষে প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবী বদলানোর একমাত্র হাতিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি। তাই আমাদের প্রধান উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো মানুষ তৈরি করা।
আলোচনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন ও পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. মুনিরুজ্জামান নাসিম আলী বক্তব্য রাখেন।
দুর্নীতির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকা অর্জনের অভিযোগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও তার স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
৪ মিনিট আগেসাভারে স্ত্রীকে হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ উদ্ধার করতে বলেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
১ ঘণ্টা আগেতিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে