Ad T1

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অস্ত্র মামলায় কারাগারে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ৩৪
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ৫০
ঝালকাঠিতে অস্ত্র মামলায় ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনকে (৪২) কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১-এ আত্মসমর্পণ করেন সৈয়দ হাদিসুর রহমান মিলন। পরে আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাকে কারাগারে প্রেরণ করেন।
গত ১৮ মার্চ অস্ত্র মামলায় একই আদালতে আসামির অনুপস্থিতিতে ১৪ বছর কারাদণ্ড দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সরকারি কৌঁসুলি (পিপি) মাহেব হোসেন।
হাদিসুর রহমান মিলন পূর্ব চাঁদকাঠির ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। ২০২০ সালে ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার সংক্ষিপ্ত নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাত দেড়টায় হাদিসুর রহমানের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা করেন। ওই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালতে আটজন সাক্ষ্য দিয়েছেন।
পিপি মাহেব হোসেন বলেন, আদালত সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে সাজা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দীন বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আসামি আত্মসমর্পণ করেছে। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত