স্টাফ রিপোর্টার, বরিশাল
বরিশালে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবুগঞ্জ উপজেলার যুবদলের সদস্যসচিব এবায়েদুল হাসানকে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুরে বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার বিকেলে বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। পরে বিমানবন্দর থানায় তাকে সোপর্দ করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট ৫ লাখ টাকা চাঁদার দাবিতে বরিশাল বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করে যুবদল নেতা এবায়েদুল ও তার সহযোগীরা। এ ঘটনায় যুবদল নেতা এবায়েদুল হাসান, সোহেল ও মিঠুসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বরিশাল বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর।
মামলার বাদী সাদিয়া আফরিন জানান, সরকার পতনের পর ওবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন জুয়েলের খোঁজে ওবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে এবং বাড়ির গেটে ল সিসি ক্যামেরা ভাঙচুর করে। এসময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চায়। এতে ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে আঘাত করলে তার শ্বশুর নিহত হন।
অভিযুক্ত ওবায়েদুল হাসান উপজেলা যুবদলের সদস্যসচিব এবং চাঁদশাপা ইউনিয়নের ঘটকের চর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে।
হত্যার ঘটনার পর গত ২২ আগস্ট অভিযুক্ত যুবদল নেতার সাংগঠনিক পদ স্থগিত করে বরিশাল জেলা যুবদল।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, অভিযুক্ত যুবদল নেতা ওবায়েদুল হাসানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে।
৩ ঘণ্টা আগেফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। তারা হলেন- ফতুল্লার মুসলিমনগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ, তার বাবা কামাল ও চাচা জামাল।
৫ ঘণ্টা আগেমৃত গরুর চামড়া তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নজরে আসে। এদিকে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ভূলইন দক্ষিণ ইউনিয়নের ভূশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে অভিযান পরিচালনা করেন এবং মৃত গরুর গোশত
৫ ঘণ্টা আগেযশোরে স্ত্রীকে ভারতে পাচারের পর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে