Ad T1

ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২২: ৩২
ফেনীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বসুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সড়কের নতুন পোল এলপিজি সিএনজি পাম্পের সামনেই মালবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই নিহত হন, একই উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাদপুর গ্রামের
সেলিমের ছেলে নজরুল ইসলাম (২৫)।
এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিএনজি অটোরিকশার যাত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মো. সফিকুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক রাজীব (২৩)।
দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান দৈনিক আমার দেশকে বলেন, এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিষয়:

নিহতফেনী
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত