Ad T1

পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতের মামলা জরিমানা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১: ২৪
নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩৯ পরিবহন থেকে ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ৩৯টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত।
গত ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত নোয়াখালীর সোনাপুর, মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড, বেগমগঞ্জের চৌরাস্তা, সোনাইমুড়ি বাস টার্মিনাল ও কাউন্টারে এই অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ও বিআরটিএ নোয়াখালী।
নোয়াখালী বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী আমার দেশকে জানান, এ সকল অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন, ফাহিম হাসান খান, সেজান আহমেদ ও মোহাম্মদ ইউসুফ আলী। অভিযানে বিআরটিএ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, সহকারী মোটরযান পরিদর্শক মিল্লাতুর রশিদ, সহকারি মোটরযান পরিদর্শক জাকির হোসেন। নির্বাহী কোটের পেশকার তাপস পাল, শাহনেওয়াজ টিটু সহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিআরটিএ মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী আরও জানান, লাল সবুজ পরিবহন, একুশে পরিবহন, হিমাচল পরিবহন, নীলাচল পরিবহন, বাঁধন পরিবহন ও স্বাধীন বাংলা পরিবহনের বিরুদ্ধে ১০টি অভিযানে ৩৯টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত। এ অভিযানে ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া কোনো কোনো সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত হয়।
যাত্রীদের অভিযোগ, ঈদের পরদিন নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী এসি বাসে নিয়মিত ভাড়ার চেয়ে দেড়শ টাকা বাড়িয়ে ৭০০ টাকা নেওয়া হচ্ছে। একই পথে ননএসি বাসে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা এবং চট্টগ্রামমুখী বাসে ৩০০ স্থলে ৪০০ টাকা নেওয়া হচ্ছে।
কোনো কোনো বাসে দু’শত থেকে আড়াই শত টাকা অতিরিক্ত ভাড়া নিয়েছে পরিবহনগুলো।
এ নিয়ে জানতে চাইলে কিছু বাস কাউন্টার ম্যানেজারগণ জানান, নোয়াখালী থেকে যাওয়ার সময় যাত্রীর চাপ থাকলেও ঢাকা ও চট্টগ্রাম থেকে ফেরত আসার সময় বাস খালি আসে। লোকসান পুষিয়ে নিতে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুজিত রায় সাংবাদিকদের বলেন, যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফেরা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গত কয়েকদিন ধরে নিয়মিত বাস টার্মিনাল ও কাউন্টারে মোবাইল কোর্ট প‌রিচালনা করা হচ্ছে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে কিছু পরিবহনকে জরিমানা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
এমএস
Ad

কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত নারী ক্রীড়াবিদরা

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ

১৯ ব্যাংকের ঋণগ্রহীতাকে এমডি নিয়োগের তোড়জোড়

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে দুই মামলা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত