মালয়েশিয়ায় স্বপ্নের যাত্রা
জমির উদ্দিন, চট্টগ্রাম
অভিভাবকের চোখে স্বপ্ন ছিল, সন্তান একদিন ভালো জীবন গড়বে বিদেশে গিয়ে। সেই স্বপ্নকে পুঁজি করে অসাধু দালালচক্র ২০ তরুণকে মালয়েশিয়া পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে বঙ্গোপসাগরে তুলে দেয় ছোট ছোট নৌযানে। ছয় দিন ধরে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে ঘুরিয়ে একপর্যায়ে তাদের নামিয়ে দেয় মিয়ানমারের উপকূলে। বলা হয়, “তোমরা মালয়েশিয়ায় পৌঁছেছো!”
কিন্তু নির্মম বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানেই তাদের তুলে দেওয়া হয় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। মিথ্যা অপরাধে ‘অবৈধ অনুপ্রবেশকারী’পরিচয়ে তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। শুরু হয় দীর্ঘ ২২ মাসের এক ভয়ংকর, দুঃসহ ও অমানবিক বন্দিজীবন।
তাদের দেওয়া হতো পচা, মৃত মুরগির মাংস, জীবন্ত ব্যাঙ, কুইচা, এমনকি কখনো হাঙরের টুকরাও। না খেয়ে কাতর হয়ে পড়লেও অনেকেই মুখে তুলতে পারতেন না এমন নিকৃষ্ট খাবার। শেষে ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে খেয়েছেন।
মঙ্গলবার ২২ মাস পর ফিরেছেন তারা দেশের মাটিতে, প্রিয়জনের বুকে। চট্টগ্রাম সার্কিট হাউজে সন্ধ্যায় তাদের পরিবারের কাছে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। মুহূর্তেই হৃদয়বিদারক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ আবার নীরবে কেঁদেছেন বুকের গভীরে।
মায়ের অশ্রুজল, বাবার বুকফাটা কষ্ট
১৭ বছরের সরওয়ার কামাল যখন বাবার বুকে এসে জড়িয়ে ধরেন, তখন তার বাবা মো. কাশেম বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলেন, “প্রয়োজনে নুন মরিচ পান্তা খাইয়ে রাখব, তবু তোকে আর কোথাও যেতে দেব না রে বাবা। তোকে হারানোর ভয় আমি আর সইতে পারি না।”
২০ বছরের আজিজুর রহমান, যিনি রামুর গর্জনিয়ার ছেলে, কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমরা তো স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন ধুলায় মিশে গেলো। ৬ দিন আমাদের সমুদ্রে ঘুরানো হলো। তারপর রাতে মিয়ানমারে নামিয়ে বলল। এটাই মালয়েশিয়া! পরদিন পুলিশ এসে ধরে নিয়ে গেল। ওখানে মানুষ নয়, জানোয়ারের মতো রাখা হতো আমাদের।”
রবিউল আলম নামের আরেকজন বলেন, “মরা মুরগি, কুইচা, ব্যাঙ...এসব খেতে হতো। আমরা অনেকে খেতে পারতাম না, না খেয়ে থাকতাম। পরে ক্ষুধার কাছে হার মেনে খেতে বাধ্য হই। ওটা কোনো জীবন ছিল না।”
রুকসানা আক্তার, তার ছেলে নাজিম উদ্দিনকে ২২ মাস পর ফিরে পেয়ে অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, “আমার চোখের পানি আর কত পড়েছে তা হিসেব নাই। আমার মানিকটা ফিরে এসেছে। আর কিছু চাই না। এই মানিককে আমি আর কোনোদিন হারাতে দেব না।”
মিয়ানমারে বাংলাদেশি দূতাবাস জানিয়েছে, “এই তরুণরা মূলত দালালদের দ্বারা প্রতারিত হয়ে পড়েছিল। বয়সে অনেকে অপ্রাপ্তবয়স্ক। পাচারের চেষ্টা চলাকালে মায়ানমারের বাহিনী তাদের আটক করে। দীর্ঘ আলোচনার পর এবং পরিচয় যাচাই শেষে আমরা তাদের ফেরত আনতে সক্ষম হই।”
চট্টগ্রামের সন্দ্বীপে ১২ দশমিক ৩৪০ কিঃ মিঃ বেড়ীবাঁধ পুনর্বাসন ঢাল সংরক্ষণের কাজ শুরু হয়েছিল গত কয়েক মাস আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জামান ব্রাদার্স। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরুর কথা ছিল।
৩৫ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। কারাবাস এবং শারীরিক আঘাতের মধ্যেও তিনি দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান দলের নেতাকর্মীরা।
৩৭ মিনিট আগেজুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই মেয়ে লামিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার দুর্নীতির খবর প্রকাশের কারণে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হামলা-মামলার শিকার হয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
১ ঘণ্টা আগে