জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালী সদর উপজেলায় কিশোর অটোরিকশাচালক মো. বাবর হোসেনকে হত্যা ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
গত ৯ এপ্রিল বুধবার রাতে নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ড মধ্যম করিমপুর গ্রামের পিতা-মাতা হারা এতিম কিশোর মো. বাবর হোসেনকে হত্যা করে নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার স্লুইস গেইট খাল সংলগ্ন কবরস্থানের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
এই ঘটনায় নিহতের ভাই মো. রাসেল সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো হত্যাকারীদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি। অনতিবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাবর হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান গ্রামবাসী। না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর গ্রামের বাসিন্দা মো. শাহজাহান, সাইফুল ইসলাম উজ্জল, মো. রিয়াজ, নিহতের তিন বোন মিনা আক্তার, রুনা আক্তার, শারমিন আক্তার প্রমুখ।
এ ঘটনায় সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মো. রাসেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। হত্যাকারী শনাক্ত করতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলো মেয়ে লামিয়া। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাবা'র কবরের পাশে দাফন করা হয়।
৪ মিনিট আগেবাংলাদেশ খেলাফত মজলিস আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যকারীদের রাজনীতি কবর হয়েছে। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল। ২০২৪ সালে এই দ্বিতীয় স্বাধীনতার পর ২০২৫ সালে স্বাধীনতাকে ছিনতাই করার চেষ্টা করতে উঠে পড়ে লেগেছে।
৯ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে সহস্রাধিক গ্রাহকের শত কোটি টাকার বেশি জামানত আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় তিন নেতার বিরুদ্ধে। গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র সমবায় সমিতির ব্যানারে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঞ্চয় হাতিয়ে নেওয়ার পর অভিযুক্তরা এখন গা-ঢাকা দিয়েছেন
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সন্দ্বীপে ১২ দশমিক ৩৪০ কিঃ মিঃ বেড়ীবাঁধ পুনর্বাসন ঢাল সংরক্ষণের কাজ শুরু হয়েছিল গত কয়েক মাস আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জামান ব্রাদার্স। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরুর কথা ছিল।
২ ঘণ্টা আগে