Ad T1

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার উপর হামলাকারী আটক

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২০: ৪২
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২০: ৪২
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাগর হোসেন শুক্কুর (৩৪) এবং যুবদল নেতা আবদুল কাদের। সাগর হোসেন শুক্কুর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ির আলী হোসেনের ছেলে এবং আবদুল কাদের একই গ্রামের কাদের কন্ট্রাক্টর বাড়ির আবদুল আউয়াল মমিনের ছেলে।
উল্লেখ্য, লক্ষীপুরের রামগঞ্জে গত ৩০ মার্চ রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু দীর্ঘদিন পর নিজ গ্রাম নারায়নপুরে আসেন। তার উপস্থিতির খবর পেয়ে স্বেচ্ছাসেবকদল নেতা শুক্কুর ও যুবদল নেতা কাদেরের নেতৃত্বে দলীয় কর্মীরা তাকে ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ঘটনাস্থলে আসা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ইটের আঘাতে বাম হাতে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার প্রতিবাদে ঐদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান মঞ্জু ছাত্রলীগে দায়িত্ব থাকাকালীন সময়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং বিএনপি-জামায়াতপন্থী নেতাকর্মীদের উপর একাধিকবার হামলা করেছিলেন। এমনকি তিনি ৪ আগস্ট সংঘটিত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি হত্যা মামলার অন্যতম আসামি বলেও অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একাধিকবার সাগর হোসেন শুক্কুরকে মারধর করেন বলে জানা গেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এমএস
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত