Ad T1

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে গুলি, আটক ২

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৩: ২৬

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারের জের ধরে রুবেল হোসেন নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। তার বাম হাতের কব্জিতে গুলি লেগেছে। এ ঘটনায় জড়িত থাকায় আজাদ হোসেন বাবলু ও আলমগীর হোসেন রাব্বি নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী বলে জানা যায়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ তৈরি হয়। তারা দুইজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, গুলিবিদ্ধ একজন হাসপাতালে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত