এসএসসির প্রথম পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী
উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে মরিচ্যা হলদিয়াপালং আদর্শ বিদ্যানিকেতনের ১৩ পরীক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্কুল ভাঙচুর চালিয়েছে অভিভাবকরা৷ এ ঘটনায় স্কুল শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেয়ার কথা ছিল তাদের। সকালে বিদ্যালয়ে এসে তারা দেখেন গেটে তালা। তখন কান্নায় ভেঙে পড়েন এসব পরীক্ষার্থী।
১৩ শিক্ষার্থী যথাসময়ে তাদের রেজিস্ট্রেশন ফি এবং ফরম পূরণের টাকা পরিশোধ করলেও অদৃশ্য কারণে ফরম ফিলাপ হয়নি। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে রাস্তা অবরোধ করেন তারা।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে প্রবেশপত্র দেয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয়ে তালা। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক,পরে থানা পুলিশ প্রধান শিক্ষক কে থানায় নিয়ে যায়।
উপজেলা অ্যাকাডেমি সুপারভাইজার বদরুল আলম জানান, ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তাদের একজনেরও রেজিস্ট্রেশন এবং ফরম ফিলাপ হয়নি। শিক্ষাবোর্ড সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করছি পরীক্ষা তাদের দেওয়ার৷
তিনি আরও বলেন, উপজেলা ৬টি কেন্দ্রে এসএসসি সঠিক সময়ে প্রথম পরিক্ষা শুরু হয়৷ মোট ২৮৯৮ পরিক্ষার্থীদের মধ্যে ২৮৬৯ জন উপস্থিত ছিলেন৷ বাকী ২৯ পরিক্ষার্থী অনুপস্থিত ছিলন৷
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, উখিয়ার মরিচ্যা হলদিয়াপালং আদর্শ বিদ্যানিকেতনের ১৩ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারছেন না, এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয় কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি তারা বোর্ডের ফরমও পূরণ করেনি।
তিনি আরও বলেন, ব্যাঙের ছাতার মতো গড়া এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।
পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে।
২ ঘণ্টা আগেফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। তারা হলেন- ফতুল্লার মুসলিমনগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ, তার বাবা কামাল ও চাচা জামাল।
৪ ঘণ্টা আগেমৃত গরুর চামড়া তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নজরে আসে। এদিকে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ভূলইন দক্ষিণ ইউনিয়নের ভূশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে অভিযান পরিচালনা করেন এবং মৃত গরুর গোশত
৪ ঘণ্টা আগেযশোরে স্ত্রীকে ভারতে পাচারের পর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা আগে