Ad T1

ঈদগাঁওয়ে থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২: ৪৮
কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা থেকে লুট করা অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া ব্রিজ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এক পথচারীর দেয়া তথ্যের ভিত্তিতে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য নাঈমুল ইসলাম পুলিশকে ওই স্থানে একটি বস্তা পড়ে আছে বলে জানান। পরে থানার ওসি মোহাম্মদ মছিউর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্স গিয়ে পরিত্যক্ত একটি বস্তা উদ্ধার করেন। পরে বস্তা খুলে অস্ত্রসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে দুই নলা একটি পাবলিক বন্দুক, হেলার, সেলুটি, গামবুট, রাইফেল সিলিং, গ্যাস মাস্ক ও লেগগার্ড।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সরঞ্জাম পুলিশেরই। একনলা বন্দুকটি পাবলিকের। তিনি ধারণা করছেন, ৫ আগস্ট ঈদগাঁও থানায় লুটপাট হয়েছিল, এগুলো লুটকৃত মালামাল হতে পারে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট পুলিশের গুলিতে ঈদগাঁও থানার সামনে অসংখ্য বিক্ষোভকারী আহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে পুলিশের গুলিতে নুরুল মোস্তফা নামে এক বিক্ষোভকারী নিহত হন।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত