জেলা প্রতিনিধি, কুমিল্লা
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) বর্ষবরণ, নবীন বরণ এবং ১০ বছর পূর্তি পালন করেছে ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিসি, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
সকাল দশটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানে শুরু হয় । নবীন বরণ অনুষ্ঠান শেষে ক্যাম্পাস মাঠে ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ উৎসব পালন করা হয় ।
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শামীমা আক্তার ও নাঈমুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালমা পারভীন সোমা ।
বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট পরবর্তী সময়ে প্রথম নববর্ষ উদযাপনের আমি সকলকে শোষণ ও নিপীড়নমুক্ত দুর্নীতি বিহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি ।
বিশ্ববিদ্যালয়টি মূলত বিজ্ঞান প্রযুক্তি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়সমূহের উপর যুগোপযোগী শিক্ষা ও গবেষণা প্রদান করে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয় । শুরুতে বিশ্ববিদ্যালয়টি দুটি বিভাগে ১৫৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে । যা বর্তমানে ৪টি অনুষদের ৭টি বিভাগের মাধ্যমে ৪টি মাস্টার্স প্রোগ্রাম সহ ১০টি প্রোগ্রাম পরিচালনা করছে ।
গত ১০ বছরে বিশ্ববিদ্যালয়টি ১৪৭১ জন গ্র্যাজুয়েট তৈরি করেছে এবং যাদের ৭৫ ভাগ দেশে-বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত আছে। বাকি শিক্ষার্থীদের বেশিরভাগ দেশে-বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে ।
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী তালহা বিল আরমান দৈনিক আমার দেশকে বলেন, হাসিনা যাওয়ার পর নতুন বাংলাদেশে সবাই হাসি খুশি ভাবে বর্ষবরণ পালন করছে । স্বাধীন বাংলাদেশে এই প্রথম আমরা প্রাণ খুলে আনন্দ উৎসব করতে পারছি।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া জামান উর্মি বলেন, আমাদের প্রতিষ্ঠানে আজকে নবীনবরণ, বর্ষবরণ এবং ১০ বছর পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা সৃষ্টি হয়েছে । সারাদিন অনেক আনন্দ করেছি ।
বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক সালমা পারভিন সোমা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০ বছর পূর্তি, নবীনবরণ এবং বর্ষবরণ এক সাথে হচ্ছে এ যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় ,শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সহযোগিতায় এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছি ।
অনুষ্ঠানের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্র্যান্ড এবং অ্যাভোয়েট রাফা ব্যান্ড সংগীত পরিবেশন করে ।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে সহস্রাধিক গ্রাহকের শত কোটি টাকার বেশি জামানত আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় তিন নেতার বিরুদ্ধে। গ্রাম মানবিক উন্নয়ন ক্ষুদ্র সমবায় সমিতির ব্যানারে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঞ্চয় হাতিয়ে নেওয়ার পর অভিযুক্তরা এখন গা-ঢাকা দিয়েছেন
১১ মিনিট আগেচট্টগ্রামের সন্দ্বীপে ১২ দশমিক ৩৪০ কিঃ মিঃ বেড়ীবাঁধ পুনর্বাসন ঢাল সংরক্ষণের কাজ শুরু হয়েছিল গত কয়েক মাস আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জামান ব্রাদার্স। গত বছরের অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরুর কথা ছিল।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। কারাবাস এবং শারীরিক আঘাতের মধ্যেও তিনি দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান দলের নেতাকর্মীরা।
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই মেয়ে লামিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগে