Ad T1

বর্ষবরণ ও দশ বছর পূর্তি পালন করলো বাইউস্ট

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৭: ৩৫
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) বর্ষবরণ, নবীন বরণ এবং ১০ বছর পূর্তি পালন করেছে ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিসি, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
সকাল দশটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানে শুরু হয় । নবীন বরণ অনুষ্ঠান শেষে ক্যাম্পাস মাঠে ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ উৎসব পালন করা হয় ।
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শামীমা আক্তার ও নাঈমুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালমা পারভীন সোমা ।
বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট পরবর্তী সময়ে প্রথম নববর্ষ উদযাপনের আমি সকলকে শোষণ ও নিপীড়নমুক্ত দুর্নীতি বিহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি ।
বিশ্ববিদ্যালয়টি মূলত বিজ্ঞান প্রযুক্তি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়সমূহের উপর যুগোপযোগী শিক্ষা ও গবেষণা প্রদান করে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয় । শুরুতে বিশ্ববিদ্যালয়টি দুটি বিভাগে ১৫৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে । যা বর্তমানে ৪টি অনুষদের ৭টি বিভাগের মাধ্যমে ৪টি মাস্টার্স প্রোগ্রাম সহ ১০টি প্রোগ্রাম পরিচালনা করছে ‌ ।
গত ১০ বছরে বিশ্ববিদ্যালয়টি ১৪৭১ জন গ্র্যাজুয়েট তৈরি করেছে এবং যাদের ৭৫ ভাগ দেশে-বিদেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত আছে। বাকি শিক্ষার্থীদের বেশিরভাগ দেশে-বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছে ।
বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী তালহা বিল আরমান দৈনিক আমার দেশকে বলেন, হাসিনা যাওয়ার পর নতুন বাংলাদেশে সবাই হাসি খুশি ভাবে বর্ষবরণ পালন করছে । স্বাধীন বাংলাদেশে এই প্রথম আমরা প্রাণ খুলে আনন্দ উৎসব করতে পারছি।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া জামান উর্মি বলেন, আমাদের প্রতিষ্ঠানে আজকে নবীনবরণ, বর্ষবরণ এবং ১০ বছর পূর্তি উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা সৃষ্টি হয়েছে । সারাদিন অনেক আনন্দ করেছি ।
বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক সালমা পারভিন সোমা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০ বছর পূর্তি, নবীনবরণ এবং বর্ষবরণ এক সাথে হচ্ছে এ যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় ,শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সহযোগিতায় এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছি ।
অনুষ্ঠানের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্র্যান্ড এবং অ্যাভোয়েট রাফা ব্যান্ড সংগীত পরিবেশন করে ।

বিষয়:

কুমিল্লা
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত