উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে মরিচ্যা হলদিয়াপালং আদর্শ বিদ্যানিকেতনের ১৩ পরীক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে প্রবেশপত্র দেয়ার কথা ছিল তাদের। সকালে বিদ্যালয়ে এসে তারা দেখেন গেটে তালা। তখন কান্নায় ভেঙে পড়েন এসব পরীক্ষার্থী।
১৩ শিক্ষার্থী যথাসময়ে তাদের রেজিস্ট্রেশন ফি এবং ফরম পূরণের টাকা পরিশোধ করলেও অদৃশ্য কারণে ফরম ফিলাপ হয়নি। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে রাস্তা অবরোধ করেন তারা।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, 'আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে প্রবেশপত্র দেয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয়ে তালা। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক।’
উপজেলা অ্যাকাডেমি সুপারভাইজার বদরুল আলম জানান, ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তাদের একজনেরও ফরম ফিলাপ হয়নি। আমরা চেষ্টা করছি পরীক্ষা নেয়ার।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, উখিয়ার মরিচ্যা হলদিয়াপালং আদর্শ বিদ্যানিকেতনের ১৩ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারছেন না, এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয় কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি তারা বোর্ডের ফরমও পূরণ করেনি।
তিনি আরও বলেন, ব্যাঙের ছাতার মতো গড়া এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।
দুর্নীতির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকা অর্জনের অভিযোগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও তার স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
১ ঘণ্টা আগেসাভারে স্ত্রীকে হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ উদ্ধার করতে বলেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
২ ঘণ্টা আগেতিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে