Ad T1

দাউদকান্দিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৫: ১৩
কুমিল্লার দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রওশন মিয়া। ৬৫ বছর বয়সী রোশন উপজেলার সরকাপুর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার এসআই ফারুক ইসলাম জানান, এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সামনে কাভার্ডভ্যান-মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোশন মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত