Ad T1

হামলার পর চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান বাতিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ০৮
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ৪০
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিলের নজরুল স্কয়ারে পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতির সময় হামলার ঘটনায় আগামীকাল (সোমবার) অনুষ্ঠাতব্য নববর্ষের মূল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে, যেখানে মঞ্চসহ অন্যান্য আয়োজন ভাঙচুর করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ জনের একটি দল হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়। এ সময় তারা ‘ফ্যাসিবাদের দোসর’ বলে স্লোগান দেয় এবং আয়োজকদের বিরুদ্ধে স্বৈরাচার-সমর্থনের অভিযোগ তোলে। হামলাকারীরা অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে এবং দ্রুত স্থান ত্যাগ করে।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, “প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ দল আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের স্বৈরাচারের দোসর বলে গালি দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আগামীকাল অনুষ্ঠান আয়োজনের উপযুক্ত পরিবেশ নেই। তাই আমরা অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) মাহমুদা বেগম বলেন, “আমরা শুনেছি, নববর্ষের প্রস্তুতির সময় ঢিল ছোঁড়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এর চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেথ লীগ ও আনসার লীগের কর্মীরা একত্রিত হচ্ছিল। সাধারণ জনগণ তাদের প্রতিহত করেছে।
রাত সাড়ে নয়টায় জেলা প্রশাসনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানসহ নববর্ষের অন্যান্য অনুষ্ঠান নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত