স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিলের নজরুল স্কয়ারে পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতির সময় হামলার ঘটনায় আগামীকাল (সোমবার) অনুষ্ঠাতব্য নববর্ষের মূল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে, যেখানে মঞ্চসহ অন্যান্য আয়োজন ভাঙচুর করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ জনের একটি দল হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়। এ সময় তারা ‘ফ্যাসিবাদের দোসর’ বলে স্লোগান দেয় এবং আয়োজকদের বিরুদ্ধে স্বৈরাচার-সমর্থনের অভিযোগ তোলে। হামলাকারীরা অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে এবং দ্রুত স্থান ত্যাগ করে।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, “প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ দল আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের স্বৈরাচারের দোসর বলে গালি দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আগামীকাল অনুষ্ঠান আয়োজনের উপযুক্ত পরিবেশ নেই। তাই আমরা অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) মাহমুদা বেগম বলেন, “আমরা শুনেছি, নববর্ষের প্রস্তুতির সময় ঢিল ছোঁড়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এর চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেথ লীগ ও আনসার লীগের কর্মীরা একত্রিত হচ্ছিল। সাধারণ জনগণ তাদের প্রতিহত করেছে।
রাত সাড়ে নয়টায় জেলা প্রশাসনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানসহ নববর্ষের অন্যান্য অনুষ্ঠান নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
দুর্নীতির মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি টাকা অর্জনের অভিযোগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও তার স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
১ ঘণ্টা আগেসাভারে স্ত্রীকে হত্যার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ উদ্ধার করতে বলেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুল হক ওরফে হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
২ ঘণ্টা আগেতিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে