জেলা প্রতিনিধি, ফেনী
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ।
সোমবার জেলার ঐতিহাসিক মিজান ময়দানে এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ব্যানারে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে।
মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার আগেই পুরো ময়দান লোকেলোকারণ্য হয়ে ওঠে। এসময় আশপাশের সড়কেও তিল ধারণের ঠাই ছিল না। এ কর্মসূচিকে ফেনীর মানুষ সর্বকালের সর্ববৃহৎ গণজমায়েত বলে আখ্যা দিয়েছে।
স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে palestine solidarity movement Feni District এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দারুল উলুম ওলামাবাজার মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলাম আদিব।
ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া এবং হেফাজতে ইসলাম ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবং ইসরাইলি ও মার্কিনী পণ্য বর্জনের দাবিতে বক্তব্য রাখেন জায়ামাতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলার সভাপতি মাওলানা আফজালুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী জেলা জায়ামাতের আমির মুফতি আব্দুল হান্নান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, জামায়াতের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, খেলাফতে মজলিসের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনী জেলা সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, ফেনী জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন প্রমুখ।
পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে।
২ ঘণ্টা আগেফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। তারা হলেন- ফতুল্লার মুসলিমনগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ, তার বাবা কামাল ও চাচা জামাল।
৪ ঘণ্টা আগেমৃত গরুর চামড়া তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নজরে আসে। এদিকে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ভূলইন দক্ষিণ ইউনিয়নের ভূশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে অভিযান পরিচালনা করেন এবং মৃত গরুর গোশত
৪ ঘণ্টা আগেযশোরে স্ত্রীকে ভারতে পাচারের পর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা আগে