Ad T1

খাগড়াছড়িতে বৈসাবির মূল আনুষ্ঠানিকতা শুরু, সাংবাদিকদের বাধাদান

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২: ১৯

নদী ছড়া খালে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ের বর্ষবরণ উৎসব বৈসাবির মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার ভোরে খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়া এলাকায় কয়েক হাজার নারী পুরুষ শিশু চেঙ্গী নদীতে ফুল ভাসানোর জন্য ভিড় জমান।

নদীর দুই পারে মোমবাতি জ্বালিয়ে, কলাপাতায় ফুল নিবেদন করে গঙ্গাদেবীর উদ্দেশে প্রার্থনা করেন তারা। পরে নদীতে ফুল ভাসিয়ে দুঃখ কষ্ট গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরের জন্য শুভ কামনা করেন। জেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে ফুল ভাসানো হয়েছে।

সকাল ৭টায় কিছু পাহাড়ি যুবকের বাধা ও স্লোগানের মুখে উৎসব আমেজের ছন্দপতন ঘটে। আগত নারী পুরুষরা ওই স্থান ত্যাগ করে চেঙ্গী নদীর রিভারভিউ, জামতলা ও চেঙ্গী ব্রিজ এলাকায় গিয়ে নদীতে ফুল ভাসায়।

‘দুঃখের সময় পাশে নাই, সুখের সময় আছি ভাই’- এমন লেখা ব্যানার ফেস্টুন টানিয়ে গণমাধ্যমকর্মীদেরও ফুল ভাসানোর ফুটেজ ধারণ এবং ইন্টারভিউ নিতে বাধা দেয়া হয়। গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত সহিংস ঘটনায় সাংবাদিকরা পাশে ছিলেন না, এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরে বিষোদগার করা হচ্ছিল।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংবাদকর্মীদের কাজের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত