Ad T1

রায়পুরে শীর্ষ ছিনতাইকারী-মাদককারবারি ‘এলএনজি শিমুল’ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২২: ৫৯
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১১: ২৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শীর্ষ ছিনতাইকারী ও মাদককারবারি শিমুল ওরফে এলএনজি রাসেল ওরফে ডিলার শিমুলকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে ১৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।

এলএনজি শিমুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় ও অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বলে জানায় স্থানীয়রা। তার বিরুদ্ধে ছিনতাইসহ বেশকিছু অভিযোগ রয়েছে থানায়।

শুক্রবার সন্ধ্যায় রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রায়পুর থানার ওসি জানান, এলএনজি শিমুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত