জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আফজাল (৩৩) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া-আগরতলা সড়কের লামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কাম কম্পিউটার অপারেটর) হিসেবে দায়িত্বরত ছিলেন। নিহত ওই স্কুল শিক্ষক উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের কাশেম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান , আফজাল উপজেলার মোগড়া হাইস্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লামারবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির তদন্ত করে ঘাতক ইজিবাইক ও এর চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে আ.লীগের প্রেতাত্মারা। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিভাবে ফ্যাসিস্টদের আবারও দেশে আনা যায়।
২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম পর্যায়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। পরীক্ষার এই ব্যস্ত সময়ে অন্যান্য সংগঠনের মতো ভর্তিচ্ছু ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাবি শাখা।
১১ মিনিট আগেআমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
১২ মিনিট আগেশনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাদুল্লাপুরে মেঘনা ধনাগোদা বেড়িবাধ সংলগ্ন নয়াকান্দি ব্রিজের গোড়ায় পুলিশের দৌড়ে দেয় কয়েকজন অজ্ঞাত লোক। এসয় তারা ঝোপের মধ্যে একটি ব্যাগ ফেলে যায়।
১৭ মিনিট আগে