Ad T1

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে প্রবেশ: পানামার পতাকাবাহী জাহাজকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ০৭

চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশের দায়ে পানামার পতাকাবাহী জাহাজ এমটি ডলফিনকে বাংলাদেশী মুদ্রায় ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজটি সর্বশেষ পাকিস্তানের করাচি বন্দর থেকে রওনা দিয়ে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের পানিসীমায় প্রবেশ করে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৩ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি। সোমবার মধ্যরাতে সেটি চট্টগ্রাম বন্দরের পানিসীমায় পৌঁছায়। কিন্তু এর আগে নিয়মানুযায়ী বন্দরকে অবহিত করার কথা থাকলেও সেটি করা হয়নি। তাই আজ জাহাজটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পানামার পতাকাবাহী জাহাজটি ১৪৫.৫০ মিটার দীর্ঘ এবং ২৩ মিটার প্রস্থ। জাহাজটিতে বর্তমানে ১১ হাজার ৬০০ টন জ্বালানি তেল রয়েছে।

এমএস

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত