Ad T1

যুবলীগের সেই দখলবাজ-সন্ত্রাসী নেতাকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২২: ০৯
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২২: ২১
চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসলিম উদ্দিন নামে যুবলীগের এক দখলবাজ-সন্ত্রাসী নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালীর সাগরের উপকূলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম সম্পাদক ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দখলবাজি, সন্ত্রাসী ও নির্যাতনে এলাকাজুড়ে শীর্ষস্থানে ছিল যুবলীগের এ নেতা।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বেড়িবাঁধ এলাকায় একটি নির্মাণাধীন স্পেশালাইষ্ট পেপার মিল কারখানা থেকে প্রাইভেটকার যোগে বেরিয়ে আসার পর ২শ গজ দূরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে মুসলিম উদ্দিনের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার এস আই আশরাফ বলেন, সাগর উপকূলে একটি কারখানা থেকে প্রাইভেটকার যোগে বের হওয়ার পর গাড়ি রোধ করে দুর্বৃত্তরা মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে মারা যায়।

বিষয়:

হত্যা
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত