Ad T1

‘শেখ হাসিনাতেই আস্থা’ লিফলেট বিতরণে ৬ জনের নামে মামলা

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ০৫

ফরিদপুরের সদরপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে লিফলেট বিতরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সদরপুর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, বেআইনি জনতাবদ্ধে একই উদ্দেশ্যে প্ররোচিত হয়ে সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করার অপরাধ। ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩ (বেআইনি জনতাবদ্ধ), ১২৪এ (নিষিদ্ধ দল বা নিষিদ্ধ বিষয়), ১০৯ (প্ররোচনা) ও ৩৪ (একই উদ্দেশ্যে) ধারায় এ মামলা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলাবাজার এলাকায় উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা প্রিন্স চৌধুরী (৪২) ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে ছবি সম্বলিত লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার প্রেক্ষিতে একদিন পর এ মামলাটি দায়ের করা হয় সদরপুর থানায়।

এ মামলায় প্রিন্স চৌধুরীকে এক নম্বর আসামি করা হয়। বাকি আসামিরা হলেন- ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী (৪৬), সদরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহীদুল ইসলাম (৪৬), সদরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজি শফিকুর রহমান (৬৫) এবং আওয়ামী লীগের দুই কর্মী লোকমান শেখ (৪২) ও হবি ব্যাপারী (৪৮)।

সদরপুর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুঠোফোনে আমার দেশকে বলেন, যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এজন্য অপরাধের শিরোনামে নিষিদ্ধ দল সংক্রান্ত মামলা উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রিন্স চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ মামলার এজাহানামীয় এবং অজ্ঞাত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়:

মামলা
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত