স্টাফ রিপোর্টার, গাজীপুর
চৌরাস্তা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর চৌরাস্তা ডেগেরচালা হারিকেন এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, স্থানীয় গার্মেন্টস কর্মী হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) ও ছেলে মইনুল ইসলাম (১২)।
পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
হারিস মিয়ার মেয়ের জামাই আসিফ জানান, দু’তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন তার শ্বশুরের পরিবার। একটি রুমে শ্বশুর, শাশুড়ি ও তার শ্যালক থাকতেন। তিনি ও তার শশুর স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। সকালে শশুরের রুমে বিস্ফোরণ হয়। এতে রুমটির দরজা জানলা ধ্বসে পড়ে। আগুন ধরে যায় তিনজনের শরীরে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, ওই রুমের পাশ দিয়ে তিতাস গ্যাসের লাইন রয়েছে। গ্যাসের পাইপটি মাটির ওপর দিয়া যত্রতত্র ভাবে নেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, সেই লাইন থেকে গ্যাস লিক হয়ে রুমের ভিতর জমে ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হারিসের শরীরের ৮৮, আয়েশার ৮০ ও মইনুলের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই ভর্তি রাখা হয়েছে।
এমএস
ফেনীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ এর পাঠক সংগঠন ‘পাঠকমেলা’। শুক্রবার (২৫ এপ্রিল) ফেনী পৌরসভার কনফারেন্স হলে জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
২৮ মিনিট আগেআমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন করা হয়েছে।
৩৬ মিনিট আগেহবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
৪০ মিনিট আগেআমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মেলান্দহে মানববন্ধন করা হয়েছে।
১ ঘণ্টা আগে