Ad T1

গাজীপুরে ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৮: ৪৬
গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করে রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। প্রায় ১৪ ঘণ্টা পর ভোর চারটার দিকে উত্তরবঙ্গ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান জানান,
নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির তিনটি বগি গতকাল দুপুর আড়াইটায় গাজীপুরের সালনা ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। এতে অন্তত এক কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়। রাত দুইটার দিকে বগি তিনটির উদ্ধারকাজ শেষ হয়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করলে রাত চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই রুটে প্রায় ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত