Ad T1

ফরিদপুরে আইনজীবীদের ইসরাইলি পণ্য বর্জনের অঙ্গীকার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৩: ১৪
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৩: ১৫
ফরিদপুর শহরের জজকোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও আইনজীবী সহকারীদের সমন্বয়ে রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টায় ইসরাইলবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, সারা জীবন ইসরাইলি পণ্য বয়কট করবেন তারা।
এ সময় বক্তারা ইসরাইলের বিরুদ্ধে সারা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। বক্তারা নেতানিয়াহুকে কাপুরুষ উল্লেখ করে বলেন, কাপুরুষ ছাড়া কেউ কখনো নিরীহ নারী ও শিশুদের ওপর এভাবে বর্বরোচিত হামলা চালাতে পারে না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রেজাউল হোসাইন শামীম, এপিপি অ্যাডভোকেট সরোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহীন, আইনজীবী সহকারী জাহিদ হোসেন প্রমুখ।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত