Ad T1

রূপগঞ্জে চালক ও নবজাতকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২১: ১১
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১: ১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত নবজাতক মেয়ে শিশু ও পূর্বাচল উপশহরে থেকে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলার দউদপুর ইউনিয়নের খৈইসার এলাকা থেকে অজ্ঞাত নবজাতক ও উপশহরের ৪০৪নম্বর সড়কের ৮ নম্বর প্লট নীলা মার্কেট এলাকা কিশোরগঞ্জ সদর শোলাকিয়া এলাকার আবু সাঈদের ছেলে দেলোয়ার হোসেন নয়ন (৪৬) লাশ উদ্ধার হয়েছে।

নিহত দেলোয়ার পেশায় একজন গাড়ি চালক। তার হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। তার প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। নবজাতক শিশুর পরিচয় পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, নিহত দেলোয়ার হোসেনের দেহে বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নবজাতক শিশু ও দেলোয়ার হোসেনের লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত