Ad T1

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১৬: ৪১
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের ওমর ফারুক ও নুসরাত খানম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানাগেছে।
শিশু ওমর ফারুক উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে। অপরদিকে নুসরাত খানম মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে।
ধারণা করা হচ্ছে, দুটি শিশুই নিজ নিজ বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। এরপর দুটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত করা হয়নি।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত