জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাত থেকে আটককৃত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। হাতকড়া পরা অবস্থায় ওই মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানা ভবন সংলগ্ন মাছ বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে ও উপজেলার ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।
কালকিনি থানার এএসআই মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবুল বাশারের নেতৃত্বে আমরা বেশ কয়েকজন মিলে থানা ভবন সংলগ্ন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদারকে আটক করি। পরে আটককৃতদের সহযোগীরা আমাদের কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যায়। তারা আমাদের ওপর হামলা চালানোরও চেষ্টা করে।
পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে হবে।
৩ ঘণ্টা আগেফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। তারা হলেন- ফতুল্লার মুসলিমনগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ, তার বাবা কামাল ও চাচা জামাল।
৪ ঘণ্টা আগেমৃত গরুর চামড়া তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নজরে আসে। এদিকে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ভূলইন দক্ষিণ ইউনিয়নের ভূশ্চি বাজার করিম মজুমদার মার্কেটে অভিযান পরিচালনা করেন এবং মৃত গরুর গোশত
৪ ঘণ্টা আগেযশোরে স্ত্রীকে ভারতে পাচারের পর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে