Ad T1

মাদারীপুরের রাজৈরে ১৪৪ ধারা জারি

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২২: ৩৯
মাদারীপুরের রাজৈর উপজেলার বেপারীপাড়া মোড়ে কয়েকদিন যাবৎ আতজবাজি ফুটানো কেন্দ্র করে পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের মধ্যে লাগাতার দেশীয় অস্ত্রসহ মারামারি, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনীসহ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা চলছে। এ সকল আইনশৃঙ্খলা বিনষ্টকারী ঘটনা বন্ধে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি মতে ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হক।
আদেশে বলা হয়েছে, যেহেতু প্রায় দিন হতে রাজৈর বাজার সংলগ্ন পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের মধ্যকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত বিরতিতে দেশীয় অস্ত্রসহ মারামারি, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনীসহ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা চলছে। এ সকল আইনশৃঙ্খলা বিনষ্টকারী ঘটনা বন্ধে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি মতে ১৪৪ ধারা জারি করা আবশ্যক, সেহেতু আমি মাহফুজুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা এবং গোপালগঞ্জ এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলাফেরা, সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোঁটা বা যেকোনো প্রকারের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করলাম। দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবা প্রদানে নিয়োজিতদের ক্ষেত্রে এ আদেশ শিথিল থাকবে।

বিষয়:

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত