Ad T1

এসএসসি পরীক্ষা কেন্দ্রে কর্তব্যে গাফিলতি, ৪ শিক্ষককে অব্যাহতি

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১৮: ৫৫
গাজীপুরের শ্রীপুরে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষারকেন্দ্রে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগে দুই কেন্দ্রে চারজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্রীপুরের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানু এবং কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিয়ার আলী কলেজ ভ্যানুতে যে তিন শিক্ষককে দায়িত্ব থেকে সরানো হয়েছে, তারা হলেন, আবেদ আলী গার্লস স্কুলের আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান। অন্যদিকে, কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বলদীঘাট জান মোহাম্মদ সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাহিদ হাসানকে একই কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।
কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সুপার তথা ওই স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান খান জানান, শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষকদের কর্তব্য পালনে অসন্তুষ্ট হয়ে এই সিদ্ধান্ত নেন।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজের কথায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনজন শিক্ষককে দায়িত্বে চরম অবহেলা করতে দেখেন। সঙ্গে সঙ্গেই তিনি ওই তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন।
এই প্রসঙ্গে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমি শুনেছি, চারটি কেন্দ্রে কর্তব্যরত চারজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় আমি শিক্ষকদের দায়িত্ব পালনের যে চিত্র দেখেছি, তাতে আমি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। আমার মনে হয়েছে, এসএসসির মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। অব্যহতি হওয়া শিক্ষকদের জায়গায় অন্যান্য শিক্ষকদের নিয়োগ করা হয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত