Ad T1

ফরিদপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১: ৪৮
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২: ১৫

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-যশোর হাইওয়ের বাগাটে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা ট্রাকের হেলপার মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।

ফরিদপুর (মাদারীপুর রিজিয়ন) হাইওয়ে পুলিশের এএসপি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি যশোর অঞ্চল থেকে তরমুজ বোঝাই করে ফরিদপুরের দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত