Ad T1

স্থিতিশীল সরকার ছাড়া বিনিয়োগ আসবে না: মিন্টু

যশোর অফিস
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯: ১৬
দেশে ধনী-দরিদ্রে সীমাহীন বৈষম্য রয়েছে বলে মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু। তিনি বিশ্বাস করেন, জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া এই বৈষম্য কমবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই'র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু শুক্রবার রাতে যশোরের একটি হোটেলে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এই মত ব্যক্ত করেন। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভার প্রধান অতিথি মিন্টু ঢাকায় বিনিয়োগ সম্মেলন আয়োজন করায় সরকারকে ধন্যবাদ জানান। একইসঙ্গে স্থিতিশীল সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না বলেও সতর্ক করেন।
তিনি বলেন, 'আমরা ১৭ বছর ধরে একটি দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। সেটি হলো জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা; যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।'
'বর্তমান সরকারকে আমরা সমর্থন করছি, ভবিষ্যতেও করবো। কিন্তু শেষ বিচারে আমাদের গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে'- বলেন আবদুল আউয়াল মিন্টু।
যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চেম্বারের কার্যনির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শাহজালাল হোসেন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি শামসুর রহমান, জুয়েলারি সমিতির সভাপতি রকিবুল ইসলাম সঞ্জয় প্রমুখ।
চেম্বার সভাপতিসহ ব্যবসায়ী নেতারা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে বেনাপোল ও নওয়াপাড়া বন্দরকেন্দ্রিক উন্নয়ন হলে অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা ব্যাখ্যা করেন তারা।
বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এসব বিষয় যথাযথ স্থানে তুলে ধরার আশ্বাস দেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুনাফা সমাজ উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। সামাজিক বিনিয়োগ আর্থিক বিনিয়োগের পূর্ব শর্ত। এমন বিনিয়োগ প্রয়োজন, যা কর্মসংস্থান সৃষ্টি করবে।
তিনি বলেন, উৎপাদনশীলতা বাড়লে দেশ উন্নত হবে। রাজনীতি ও অর্থনীতি আলাদা নয়, বরং রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, পরিশীলিত করে। দেশে বিদ্যমান আর্থিক বৈষম্য কমাতে মুখ্য ভূমিকা রাখতে হবে রাজনীতিকদের।
আবদুল আউয়াল মিন্টু শনিবার দুপুরে যশোরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা উদ্বোধন করবেন। যশোর চেম্বারের উদ্যোগে মুনসী মেহেরউল্লা ময়দানে এই মেলা বসছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত