Ad T1

চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৯: ৪১
চুয়াডাঙ্গায় ছাগল ফার্মের সামনে লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল চালক ইমরান (৩৫) নিহত হয়েছেন। নিহত ইমরান পেশায় স্যানেটারি মিস্ত্রি ছিলেন।
রোববার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ছাগল ফার্মের সামনে ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের ধাক্কায় তিনি নিহত হন। নিহত ইমরান চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার খন্দকার রফিকুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাটাহাম্বারের ধাক্কায় রাস্তার ওপর পড়ে মোটরসাইকেল চালক ইমরান ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরই লাটাহাম্বারের চালক পালিয়ে যায়। ইমরানের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত