Ad T1

মহেশপুর সীমান্তে শিশুসহ ৩১ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১২: ৪৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় নারী-পুরুষ-শিশুসহ ৩১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজেপির অধিনায়ক লে.
কর্নেল রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার উপজেলার কুসুমপুর, নতুনপাড়া বেনীপুর বিওপির টহলদল সীমান্তে অভিযান পরিচালনা করে ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ সময় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৭২০ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। আটকদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন শিশু। আটকরা চট্টগ্রাম, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও বগুড়া জেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সোপর্দ করা হয়েছে।
এমএস
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত