উপজেলা প্রতিনিধি, কালিয়া (নড়াইল)
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে ফরিদ মোল্লা (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়েছে। থানায় উভয়পক্ষের একাধিক মামলাও রয়েছে।
১০ এপ্রিল বিকালে মিলন মোল্যা পক্ষের সানোয়ার নড়াইলে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আফতাব মোল্যার লোকেরা মারধর করে। এর জেরে ১১ এপ্রিল সন্ধ্যার পরে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যার লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়। গুরুতর আহত ফরিদ মোল্লাকে খুলনা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই কালিয়া সেনা ক্যাম্পের টিম অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে কালিয়া থানায় হস্তান্তর করেন।
কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে আ.লীগের প্রেতাত্মারা। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিভাবে ফ্যাসিস্টদের আবারও দেশে আনা যায়।
২৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম পর্যায়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। পরীক্ষার এই ব্যস্ত সময়ে অন্যান্য সংগঠনের মতো ভর্তিচ্ছু ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, রাবি শাখা।
৩২ মিনিট আগেআমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
৩৩ মিনিট আগেশনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাদুল্লাপুরে মেঘনা ধনাগোদা বেড়িবাধ সংলগ্ন নয়াকান্দি ব্রিজের গোড়ায় পুলিশের দৌড়ে দেয় কয়েকজন অজ্ঞাত লোক। এসয় তারা ঝোপের মধ্যে একটি ব্যাগ ফেলে যায়।
৩৯ মিনিট আগে