Ad T1

পাকুন্দিয়ায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে ডিসি

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৯: ৫২
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। মঙ্গলবার বিকেলে তিনি উপজেলার বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা) মো. মশিউর রহমান খান, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল মান্নান প্রমুখ তার সঙ্গে ছিলেন।
উন্নয়নকাজ পরিদর্শন শেষে বিকেলে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়ার এসিল্যাণ্ড মো. মামুন সরকার জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডিসি মহোদয় আজ পাকুন্দিয়া উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ও প্রান্তিক পর্যায়ের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত