Ad T1

গফরগাঁওয়ে বিএনপির ৪ নেতাকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০০: ৩১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবির সরকার, উস্থি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহরিয়ার শাওন ও যুবদল নেতা কায়সার আহমেদকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার কান্দিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা কবীর সরকার ছেলের সাথে রাত ৮টার দিকে কান্দিপাড়া বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় অতর্কিতে হামলা চালিয়ে কবীর সরকার ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শাওন এবং যুবদল নেতা কায়সার আহমেদের মাথায়, শরীরে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত কবীর সরকার বলেন, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা সংখ্যায় ৪০ থেকে ৫০ জনের মত ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশে তাদের লোকজন আমাকে ও ছেলে শাওন এবং যুবদল নেতা কায়সারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে। হামলাকারীরা বাচ্চুর চিহ্নিত সন্ত্রাসী। গত ৫ আগস্টের পর থেকে এদের লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য একমাত্র আমি লাগাতার প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। এর ফলে আমার ও আমার দুই সন্তানের ওপর এ হামলা করে তারা।
আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শাওন বলেন, বাজারে আমাদের দুইটা দোকান ভাঙচুর, লুটপাট করে। দুটি ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। সেই সাথে আমার বড় ভাই সম্রাটকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। আমরা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী নেতৃবৃন্দের কাছে এ ঘটনার বিচার চাই।
এদিকে এ ঘটনায় পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজনের ওপর পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে দাবি করেন তার সমর্থকরা।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, বৃহস্পতিবার রাতে কান্দিপাড়া বাজারে বিএনপির দু’গ্রুপে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত