উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)
নেত্রকোণার পূর্বধলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত পরিবার আদালতে মামলা করে এখন বিপাকে। আহত পরিবারকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছেন প্রতিপক্ষের লোকজন। এমন অভিযোগ ভুক্তভোগীদের।
শনিবার উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ওই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মঞ্জুরুল হক ও তার ভাই আব্দুল মোমেন।
তারা বলেন, বিবাদীরা মামলা তুলে নিতে তাদেরকে চাপ প্রয়োগসহ তাদের সবজি ক্ষেতের করলা ও মিষ্টি লাউ লুটপাট করে নিয়ে গেছে ।
তারা আরো জানান, তাদের প্রতিবেশী একই গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে নূরুল হক
খন্দকার গংদের সাথে দীর্ঘদিন যাবত তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই
জেরে গত ২ এপ্রিল সকালে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে।
পরদিন ৩ এপ্রিল বিকেলে এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসেন। সালিশে উভয়
পক্ষের বিরোধ মীমাংসা হলেও দু’পক্ষ বাড়ি ফেরার পথে আবারো বিরোধে জড়িয়ে পড়েন।
এতে প্রতিপক্ষের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মুঞ্জুরুল হক (৬০) তার ছেলে আরিফ
মিয়া (২৪), ইমরুল কায়েস (২২), ফুয়াদ আলম (১৫) ও আব্দুল মোমেনের ছেলে রুবেল
মিয়া (২৫) গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা হাসপাতালে ও পরে তাদেরকে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মুঞ্জুরুল হকের স্ত্রী রেজিয়া খাতুন গত ৯ এপ্রিল প্রতিপক্ষের নূরুল হক খন্দকারের ছেলে হাসিবুল হক শান্তকে প্রধান আসামি করে ১৪জনের নামে নেত্রকোণা আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে প্রতিপক্ষের লোকজন মুঞ্জুরুল হকদের আনিত অভিযোগ সবজি ক্ষেতের করলা ও
মিষ্টি লাউ লুটপাটসহ মামলা তুলে নিতে চাপ প্রয়াগের কথা অস্বীকার করে বলেন, তাদের
প্রতিপক্ষরা উলটো তাদের ওপর হামলা চালিয়েছে। এতে আইনাল হক (৩২), আরিফ খন্দকার (৩০), শিহাব খন্দকার (১৯) ও সোহাগ খন্দকার (২৬) নামের চারজন আহত হয়েছে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএস
আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মেলান্দহে মানববন্ধন করা হয়েছে।
১১ মিনিট আগেআজ সকাল ১০টায় ঝিকরগাছা বাসস্ট্যান্ড রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সামনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
২ ঘণ্টা আগে