Ad T1

অকেজো কোটি টাকার সোলার প্যানেল, জ্বলছে না বাতিও

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ০৪
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা পরিষদ ভবনের ছাদে অকেজো হয়ে পড়ে রয়েছে কোটি টাকার সোলার প্যানেল। জ্বলছে না একটি বাতিও। বৈশ্বিক পরিস্থিতি ও বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম চালানো তো দূরের কথা, তা দিয়ে একটি বাতিও জ্বলছে না।
খোঁজ নিয়ে জানা যায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৩ সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা পরিষদ ভবনের ছাদে একযোগে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে সোলার প্যানেল স্থাপন করা হয়েছিল। সেই অনুযায়ী ৮৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পূর্বধলা উপজেলা পরিষদের পুরো ছাদ জুড়ে সারিবদ্ধভাবে ১০০টি সোলার প্যানেল বসানো হয়। কিন্তু এসব সোলার প্যানেল, ব্যাটারি, আইপিএসসহ অন্যান্য যন্ত্রাংশ খুবই নিন্মমানের হওয়ায় কয়েক বছর যেতে না যেতেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, সোলার প্যানেলগুলো দীর্ঘদিন যাবৎ বিকল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে সোলার প্যানেল দিয়ে একটি বাতিও জ্বলছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। সোলার প্যানেলগুলো মেরামত করা হলে তা বিদ্যুতের বিকল্প হিসেবে পরিষদের কার্যক্রমে আরো গতিশীলতা বৃদ্ধি পাবে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত