Ad T1

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

বগুড়া অফিস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৩৮

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন নামে ১৮ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম বগুড়া পৌরশহরের মাস্টার রোলের কর্মচারী ফরহাদ ওরফে মানিকের ছেলে। তিনি ফয়জুল্লা স্কুলের ১০ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের পথ ধরে হেঁটে চক ফরিদের দিকে যাচ্ছিলেন ফাহিম। এ সময় বিপরীত থেকে আসা কয়েকজন ছেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত