Ad T1

বগুড়ায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ১৩
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪: ১৭
বগুড়ার শাজাহানপুরে হত্যা ও নাশকতা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা (৩৮), আশেকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাফিউর ইসলাম ওরফে রাফি (২৯) এবং উপজেলার কৈগাড়ী এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী রিমন খান (২৭)।
গত শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০২৩ সালের ৫ নভেম্বর নির্বাচন প্রতিহত করার বিক্ষোভ কর্মসূচিতে অতর্কিত হামলা, গুলি, বোমাবাজি ও যুবদল নেতা ফোরকান হত্যার অভিযোগে মামলা রয়েছে।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, গ্রেপ্তারকৃতরা হত্যা ও নাশকতা মামলার আসামি। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত