Ad T1

ভুল সিগন্যালে রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৫: ২৬
রাজশাহীতে ভুল সিগন্যালের কারণে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার দুপুরে সিরোইল রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।
তিনি বলেন, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। এ সময় ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এতে দুটি ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়।
মামুনুল ইসলাম বলেন, ট্রেন দুটির উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে কিছুটা সময় লাগবে। এছাড়া যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন এই মহাব্যবস্থাপক।
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত