Ad T1

রাজশাহীতে ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২২: ৫৪
রাজশাহীতে ঘড়িয়াল প্রজনন কেন্দ্রকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন প্রাণিবিজ্ঞানী ও পরিবেশবাদীরা। যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তবে ঘড়িয়াল আবার ফিরতে পারে তার প্রাকৃতিক পরিবেশ পদ্মা-মেঘনায় বলেছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।
মঙ্গলবার সকালে গাজীপুর সাফারি পার্ক থেকে সামাজিক বন বিভাগের রাজশাহীর পবা নার্সারির প্রজনন কেন্দ্রে দুটি ঘড়িয়াল অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে একটি পুরুষ ও একটি স্ত্রী ঘড়িয়াল রয়েছে।
তিনি বলেন, নদী দূষণ, নাব্য হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট হওয়া ও খাদ্যের সংকট ঘড়িয়ালের প্রজননে ব্যাঘাত ঘটে। এসব কারণেই প্রাণীটি বিলুপ্তির পথে। রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটওয়ারী, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এম সালেহ রেজা, আইইউসিএনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবিএম সরোয়ার আলম এবং সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ, রাজশাহীর চেয়ারম্যান মিজানুর রহমান।

বিষয়:

রাজশাহী
Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত