Ad T1

লালপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০০: ১০

নাটোরের লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রক্সি দিতে এসে হিমেল নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বালিতিতা ইসলামপুর দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। হিমেল (২৩) উপজেলার বাহাদুরপুর গ্রামের হামিদুলের ছেলে।

কেন্দ্রের সচিব মোস্তাফিজুর রহমান জানান, বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এসময় পানসিপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী রাকিবুল ইসলামের পরিবর্তে হিমেল নামে এক যুবক পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি বুঝতে পেরে কক্ষ পরিদর্শক শাজাহান আলী তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিবকে বিষয়টি জানালে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ছাড়াও নকল করার অপরাধে লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবছর এসএসসি সমমান পরীক্ষায় লালপুর উপজেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৬৯ জন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে।

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত